| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লেখক আহমাদ সাব্বির


সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লেখক আহমাদ সাব্বির


রহমত নিউজ     17 March, 2025     02:31 PM    


লেখক আহমাদ সাব্বির মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৭ মার্চ) আহমাদ সাব্বির সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। লেখক সাব্বির জাদিদের এক ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

ফেসবুক পোস্টে সাব্বির জাদিদ বলেন, ‘লেখক আহমাদ সাব্বির মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে। অবস্থা গুরুতর। ব্রেন আঘাতপ্রাপ্ত হয়েছে। ঢাকা মেডিকেলে ভর্তি আছে। জ্ঞান ফিরছে না। ডাক্তার যা আশংকা করছেন, আমি তা উচ্চারণও করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘শুধু মনে হচ্ছে, এই বয়সেই এক তরুণকে যদি বাকিটা জীবন অর্ধেক জীবন নিয়ে বেঁচে থাকতে হয়, সেটা হবে তার এবং তার পরিবারের জন্য এক দুঃসহ যাত্রা।’ 

সকলের কাছে দোয়া লেখক চেয়ে সাব্বির জাদিদ বলেন, সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাচ্ছি—আহমাদ সাব্বির যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

তিনি আরও বলেন, আমি মেডিকেলে নেই। তবে দূর থেকে খোঁজ-খবর রাখছি। যা বলেছি, এর বাইরে আপাতত আর কোনো তথ্য আমার কাছে নেই। বিশেষ তথ্য থাকলে আপডেট জানাব। শুধু দোয়া করুন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা